নওগাঁ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান: ওষুধ কালোবাজারি ও খাবারে অনিয়মের প্রমাণ
নানাবিধ অনিয়মের অভিযোগের ভিত্তিতে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা এই অভিযান চালানো হয়। দুদকের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতার নেতৃত্বে পরিচালিত অভিযানে উঠে এসেছে ওষুধ কালোবাজারি, খাবারে অনিয়ম ও চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার নানা প্রমাণ।
দুদক জানায়, সরকারি টেন্ডারেও অনিয়মের চিত্র ধরা পড়েছে। সংগ্রহ করা হয়েছে সংশ্লিষ্ট কিছু নথিপত্র। এসব পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে বলে নিশ্চিত করেন উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা।
হাসপাতালে আসা রোগী ও স্বজনদের অভিযোগেও মিলেছে অনিয়মের চিত্র। পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রোগীর মা সুমি আক্তার বলেন, “এখনো খাবার পাইনি। হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। খাবার বিতরণকারীরা দেখে দেখে খাবার দেয়, সবাইকে দেয় না।”
একই ধরনের অভিযোগ করেন রোগী আব্দুস সবুর। তিনি বলেন, “তিন দিন হাসপাতালে ভর্তি, মাত্র একদিন সকালে রুটি, কলা, ডিম দেওয়া হয়েছে। বাকি সময় বাইরের খাবার খেতে হয়েছে।”
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, “এ হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখনো বরাদ্দ আসে ১০০ শয্যার। তাই সকল রোগীকে খাবার সরবরাহ সম্ভব হয় না। চিকিৎসকদের সময়মতো না আসার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। দুদকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সেবা গ্রহীতারা দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ