গড়াই নদীর উপর সেতু নির্মাণে ঘটবে বাণিজ্যিক প্রসার

পুলক সরকার, জেলা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Apr 30, 2025 - 13:26
 0  4
গড়াই নদীর উপর সেতু নির্মাণে ঘটবে বাণিজ্যিক প্রসার

কুষ্টিয়ার খোকসা থেকে মাগুরা, ঝিনাইদহ, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং পদ্মার ওপারে পাবনা জেলার সঙ্গে যোগাযোগ সহজ করতে ও বাণিজ্যিক প্রসার ঘটাতে গড়াই নদীর ওপর জানিপুর-ওসমানপুর ঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় জনগণ এই সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার আশায় দিন গুনছে। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে।

গত বছরের ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও, এক বছর পরও নির্মাণের কোনো কাজ দৃশ্যমান হয়নি। ফলে স্থানীয়রা হতাশ। খোকসা জানিপুর বাজার থেকে ওসমানপুর পর্যন্ত সেতু নির্মাণ হলে কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা জেলার মধ্যে যোগাযোগের উন্নতি হবে এবং ব্যবসা-বাণিজ্যেও বৃদ্ধি ঘটবে।

গড়াই নদীটি কুষ্টিয়া তালবাড়িয়া থেকে ফরিদপুর হয়ে ভাটিতে বঙ্গপোসাগরে চলে গেছে। এই নদীর মধ্যবর্তী ৩০ কিলোমিটারে কোন সেতু না থাকায় কৃষি পণ্য পরিবহন এবং মানুষের যোগাযোগে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। খোকসা থেকে কামারখালী পর্যন্ত ব্রিজ থাকলেও, মধ্যবর্তী অঞ্চলে সেতুর অভাব প্রকট।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, সেতুর ডিজাইন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একনেকে অনুমোদনও দেওয়া হয়েছে। এখন টেন্ডারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে।

জানিপুর-ওসমানপুর সেতু নির্মাণ হলে শুধু ব্যবসা-বাণিজ্যের জন্যই নয়, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বড় বাজারে পাঠাতে পারবেন, যা তাদের জন্য লাভজনক হবে। এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow