উৎসবমুখর পরিবেশে ৭তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন সম্পন্ন
মাগুরার মহম্মদপুর উপজেলার সালধা কালী মন্দির প্রাঙ্গণে ৭তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সালধা মতুয়া সংঘ ও গ্রামবাসীর আয়োজনে ১১ মার্চ রাতে শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন মতুয়া সম্মেলন কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার বিশ্বাস। এ সময় কমিটির অন্যান্য সদস্য এবং বিপুলসংখ্যক মতুয়া ভক্ত উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় দিন, বুধবার, সকাল থেকে দল বরণ ও উদ্যম কীর্তন অনুষ্ঠিত হয়, আর রাতে হরিযাত্রা সম্পন্ন হয়। এবারের সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৯টি মতুয়া দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার নগরকীর্তনের মাধ্যমে তিন দিনব্যাপী মতুয়া মহাসম্মেলনের সফল সমাপ্তি ঘটে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা