আজ রাতে আকাশে দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

৭ই সেপ্টেম্বর, ২০২৫, রবিবার রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অংশে দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে দেশের সকল প্রান্ত থেকে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। পূর্ণগ্রাস চলাকালীন চাঁদকে তামাটে-লাল বর্ণের দেখানোর কারণে এই গ্রহণটি "ব্লাড মুন" বা "রক্তাক্ত চাঁদ" নামেও পরিচিত।
এই চন্দ্রগ্রহণ ৭ই সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ই সেপ্টেম্বর ভোর পর্যন্ত স্থায়ী হবে। রাত ৯টা ২৮ মিনিটে চাঁদের আবছা ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ শুরু হবে। মূল পর্ব বা আংশিক গ্রহণ শুরু হবে রাত ১০টা ২৭ মিনিটে এবং পূর্ণগ্রাস শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। রাত ১২টা ১১ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। পূর্ণগ্রাস দশা শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে। অবশেষে রাত ২টা ৫৫ মিনিটে চাঁদের উপচ্ছায়া থেকে বেরিয়ে আসার মাধ্যমে গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হবে।
সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যার ফলে চন্দ্রগ্রহণ হয়। পূর্ণগ্রাস গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিসরিত সূর্যের লাল আলো চাঁদের উপর পড়ে, একারণে চাঁদকে লালচে দেখায়। এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর বেশ কাছাকাছি থাকায় এটিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে, যা "সুপার ব্লাড মুন" হিসেবে পরিচিত।
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমা বা যন্ত্রের প্রয়োজন হয় না। এটি খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ। তবে আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশ ছাড়াও এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই মহাজাগতিক ঘটনাটি প্রত্যক্ষ করা যাবে।
What's Your Reaction?






