ফরিদপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন
ফরিদপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তিকারী নাস্তিক মহুয়া ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় শহরের প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুম্মান এবং জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহুয়া ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া ইসলামকে গ্রেপ্তার করা না হলে আগামী শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ