ফরিদপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 5, 2026 - 19:06
 0  8
ফরিদপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে সরকারি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে অবস্থিত হোটেল পার্ক প্যালেসের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি। সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলি খান লাবলু, সহ-সভাপতি এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু ও কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য আতাউর রশিদ বাচ্চু, বিএনপি নেতা এম টি আক্তার টুটুল, মোহাম্মদ মাজেদ মিয়া, মুস্তাক হোসেন বাবলু এবং শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক লাইন সেক্রেটারি সতীশ সরকার। এছাড়াও বাজার কমিটির অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর বায়তুল মোকাদ্দেম জামে মসজিদের পেশ ইমাম মো. নজরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow