ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৪

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Jan 5, 2026 - 19:01
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৪

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে মো. দুলাল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ইদ্রিস আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন—ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রুবেল মিয়া (৪০), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শরীফ (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রীনা বেগম (৪৫) ও তাঁর ছেলে ইমরান (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, কাউতলী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চারজন আহত হন।

তিনি আরও জানান, নিহত দুলাল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow