আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছাসেবী সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আখাউড়া ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নতুন স্বেচ্ছাসেবী সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলে।
উল্লেখ্য, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন ইতোপূর্বে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আখাউড়াসহ দেশব্যাপী প্রশংসা অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংগঠনটির স্বেচ্ছাসেবীদের কার্যক্রম ব্যাপক প্রশংসিত। আজকের এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিল কলেজপাড়ার ‘শাহাবউদ্দিন টেলার্স ফেব্রিক্স এন্ড কসমেটিক্স’ এবং ‘আখাউড়া ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার’।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনটির উপদেষ্টা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবউদ্দীন আহমেদ বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে একদিকে যেমন রক্তদাতার সংখ্যা বাড়বে, অন্যদিকে মানবিক কাজে তরুণরা আরও বেশি সম্পৃক্ত হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হারানোর রশিদ, প্রতিষ্ঠাতা পরিচালক রবিন হোসেন ও হাসান, উপদেষ্টা বিলাল হোসেন, প্রবাসী উপদেষ্টা মনির হোসেন এবং সদস্য আরাফাত সরকার, নিষাদ, ইসমাইল, আলবি, হৃদয়, আনোয়ার, নয়ন ও জাহিদসহ আরও অনেকে। নারী স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক কাজী ইতু, সহকারী পরিচালিকা জোনাকি আক্তার, ইতু আক্তার জেমি, সুমাইয়া, মারিয়াসহ অন্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিন হোসেন আয়োজকদের পক্ষ থেকে জানান, রক্তদাতা তৈরিতে উৎসাহ প্রদান এবং মানবিক কাজে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?






