জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা, ৭.৫০ টাকার ওষুধ ৩৫০ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ৭ টাকা ৫০ পয়সা মূল্যের একটি ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রির অভিযোগে শহরের কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে এক ভোক্তা জরুরি প্রয়োজনে স্থানীয়ভাবে উৎপাদিত একটি ইনজেকশন কিনতে জান্নাত ফার্মেসিতে যান। ওষুধটির বাজারমূল্য ৭ টাকা ৫০ পয়সা হলেও ফার্মেসির মালিক এর দাম দাবি করেন ৩৫০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ভোক্তা বিষয়টি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে বুধবার অভিযান পরিচালনা করে অধিদপ্তর। অভিযানে ফার্মেসির মালিক মোতাহার হোসেন নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও, অভিযানকালে ম্যামো ছাড়াই বিদেশি ওষুধ বিক্রির প্রমাণ মেলে। অধিক মূল্যে ওষুধ বিক্রি, কৃত্রিম সংকট তৈরিসহ একাধিক অনিয়মের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






