ফরিদপুরে বাংলাদেশ জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের মহিম স্কুল মার্কেটের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন জাসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন তারা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর ইয়াহিয়া মিলন, সহ-সভাপতি আলী আকবর আকু, মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আলী দেওয়ান, ৯ নং ওয়ার্ড জাসদের সাধারণ সম্পাদক রতন সরকার, সদস্য বিকাশ সাহা, ১২ নং ওয়ার্ডের সভাপতি শামসুল ফকির, ৮ নং ওয়ার্ডের সভাপতি রমজান শেখ, ১২ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম ঝড়ু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক শাহরিয়ার শাহীন, সদস্য নায়েবুল ইসলাম নীরব, লিখন শেখ ও মোঃ আকাশ শেখ।
পথসভায় বক্তারা জাসদের ইতিহাস ও লড়াই সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ১৯৭২ সাল থেকে বর্তমান পর্যন্ত দেশের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন আন্দোলনে জাসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দলের একাধিক নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছেন।
বক্তারা দেশের সন্ত্রাস, জঙ্গি ও চাঁদাবাজির বিরুদ্ধে দলের অব্যাহত সংগ্রামের কথা তুলে ধরেন এবং আগামী দিনের লড়াইয়ে সবাইকে জাসদের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ