সদরপুরে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীসহ ৪ জন গ্রেফতার
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী এখলাস ফকিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শৈলডুবী গ্রামের হানিফ ফকিরের পুত্র এখলাস ফকির (৫০), ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের করিম বেপারীর পুত্র সোহরাব বেপারী (৫০), কৃষ্ণপুর ইউনিয়নের নয়া ডাংগী গ্রামের কাশেম শেখের পুত্র সজীব শেখ (২৪) এবং একই গ্রামের আহম্মদ শেখের পুত্র পলাশ শেখ (৪৭)। সদরপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং তারা ভাংগা থানায় দায়ের হওয়া ভাঙচুর ও নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি।
প্রসঙ্গত, ভাংগা উপজেলার তিনটি ইউনিয়ন সালথা উপজেলার সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসে কয়েকদফা সড়ক অবরোধ হয়। এর জেরে ১৫ সেপ্টেম্বর কিছু বিক্ষুব্ধ ব্যক্তি ভাংগা থানা আক্রমণ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পুলিশের কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনার তদন্তের অংশ হিসেবে নাশকতা ও সরকারি কাজে বাধার অভিযোগে কয়েকটি মামলা দায়ের হয়।
শনিবার কৃষ্ণপুর ও ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণের জন্য ভাংগা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “ভাংচুর মামলার তালিকাভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।”
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ