ভাঙ্গায় ২ সহস্রাধিক রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 15, 2025 - 20:00
Nov 15, 2025 - 21:16
 0  5
ভাঙ্গায় ২ সহস্রাধিক রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় চত্বরে শনিবার দুপুরে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে দুই সহস্রাধিক রোগী চিকিৎসা সুবিধা পেয়েছেন।

এ অনুষ্ঠান আয়োজন করে আনোয়ারা হামিদা হাসপাতাল। উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ। দিনে দিনে এই ক্যাম্পে ৩ শতাধিক চক্ষু রোগীর বিনামূল্য চিকিৎসা, ছানি অপারেশনসহ বিভিন্ন চক্ষু সেবা প্রদান করা হয়।

আল আমিনের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ—রাসেল মোল্লা, সাগর বেগসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মুজাহিদ বেগ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এ পর্যন্ত ৩৬ হাজার অসহায় ব্যক্তিকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow