সাভারে ব্লাস্টের লিগ্যাল এইড ক্যাম্প ও যুগল মেলা অনুষ্ঠিত
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ঢাকা ইউনিটের আয়োজনে বিনামূল্যে আইনী পরামর্শ ও সহায়তা বিষয়ক লিগ্যাল এইড ক্যাম্প ও যুগল মেলা অনুষ্ঠিত হয়েছে।
লিগ্যাল এইড ক্যাম্প ও যুগল মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার(এইচআরডিসি), হেল্প ফর ডিজএ্যাবিলিটি এন্ড ডিসট্রেস ( এইচডিডি), ও বিসিএইচআরডি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত ঢাকা জেলার সাভার উপজেলার আড়াপাড়া জমিদার বাড়ীর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ লিগ্যাল এইড ক্যাম্প ও যুগল মেলা ।
এইচডিডি’র প্রধান নির্বাহী সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাষ্ট ঢাকা ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট মশিউর বহমান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও ব্লাষ্ট এর প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম, বিশিষ্ঠ কবি ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক বাবু, সাভার প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও আর টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক জিয়াউর রহমার জিয়া, সাংবাদিক মোঃ শামীম আহমেদ, দৈনিক খোলা চোখ পএিকা, তাজা খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক তপু ঘোষাল, ব্লাষ্ট এর প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জেসমিন চৌধুরী, সাভার পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়ার হোসেন উজ্জ্বল, বিডিসাস’র নির্বাহী পরিচালক মাহবুব বুল আলম খোকন, আড়াপাড়া আদিবাসী কল্যাণ সমিতি ‘র সভাপতি ববিতা কর্মকার প্রমুখ।
এছাড়া এইচডিডি”র সমন্বয়কারী পরিমল হালদার বাদল,এইচআরডিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল কাদের সোহান, মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য তানিয়া আক্তার,এইচআরডিসি’র ভলান্টিয়ার মশিউর রহমান আকাশ ও সংগীতা দাস এসময় উপস্থিত ছিলেন।
এ লিগ্যাল এইড ক্যাম্পে তাৎক্ষনিকভাবে আদিবাসী, দলিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিসহ সকল নারী ও শিশুদের বিনামূল্যে আইনী পরামর্শ দেয়া হয়। পাশাপাশি আইনগত বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয় ।
এসময় ক্যাম্পে উপস্থিত থেকে বিনামূল্যে আইনগত পরামর্শ, তথ্য, সহায়তা দিয়েছেন বিজ্ঞ আইনজীবীরা। তাছাড়া বিনামূল্যে সালিশ বা মামলার বিষয়ে সরাসরি আবেদন গ্রহণ করা হয়েছে ।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ