৭১ টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন
৭১ টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ৭১ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য পান্না বালা, শফিকুল ইসলাম মনির, আশিষ পোদ্দার বিমান ও মোহাম্মদ জাকির হোসেন। বক্তারা বলেন, “৭১ এমন একটি নাম, যা আমাদের জাতিসত্তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গত ১৪ বছরে ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছে।”
বক্তারা আরও আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও ৭১ টেলিভিশন তার সৎ ও নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে ৭১ টিভির ১৪তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ