সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jul 28, 2025 - 19:59
 0  11
সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

জুলাইয়ের ঐতিহাসিক পুনর্জাগরণকে স্মরণীয় করে রাখতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহতী উদ্যোগে সামিল হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫"-এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির আয়োজনে অনুষ্ঠিত হলো তিন ঘণ্টাব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি। নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় এই মানবিক আয়োজনে চিকিৎসা বঞ্চিত দুই শতাধিক মানুষ পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পরিণত হয় এক সেবার মিলনমেলায়। বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস এবং মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সাদী মোঃ জুবায়েরের নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল এই ক্যাম্প পরিচালনা করেন।

ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগের রোগীদেরও যত্নসহকারে চিকিৎসা দেওয়া হয়। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কাপ্তাইয়ের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, "নৌবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে যারা দুর্গম এলাকা থেকে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এটি এক আশীর্বাদ।"

চিকিৎসা নিতে আসা হাসান আহমেদ নামের এক ব্যক্তি তার আক্ষেপ ও প্রাপ্তির কথা জানিয়ে বলেন, "কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। সেখানে ৫ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর এন্টাসিড ছাড়া কিছুই পাই না। সব রোগের যেন একই ঔষধ। আর এখানে নৌবাহিনীর ডাক্তাররা যত্ন করে দেখেছেন এবং ফ্রিতে অনেকগুলো দরকারি ঔষধ দিয়েছেন।"

মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী কর্মকর্তারা জানান, তারা দুই শতাধিক রোগীকে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়েছেন এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছেন।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সেবায় তাদের এই মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow