সাংবাদিক টুটুলের মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Jul 18, 2025 - 17:55
 0  2
সাংবাদিক টুটুলের মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলকে মাদক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুটুলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে টুটুলের পুত্র সিনান আহমেদ শুভ ও কন্যা লামিয়া হাবিবা সুরভী বলেন,
‘আমাদের বাবা কখনোই মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। এটি একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক মামলা।’

তারা জানান, গত মঙ্গলবার (১ জুলাই) ভোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সিনান ও সুরভী আরও বলেন,
‘আহসান হাবীব টুটুল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি ইউএনবি ও এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি। তিনি অতীতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আহসান হাবীব টুটুলের পিতা মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন রাজবাড়ীর সাংবাদিকতার পথিকৃৎ। তাদের পরিবার সাংবাদিকতা ও সমাজসেবায় সম্পৃক্ত এবং আর্থিকভাবে স্বচ্ছল।

তারা অভিযোগ করেন, ‘একটি আদর্শ সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা মানুষ মাদক ব্যবসায় জড়িত—এমন ধারণা ভিত্তিহীন। ষড়যন্ত্র করে আমাদের বাবাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।’

পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়, সাংবাদিক আহসান হাবীব টুটুলের জামিন দ্রুত মঞ্জুর করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow