লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে পল্লী চিকিৎসক রিয়াজুল করিম

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Aug 26, 2025 - 19:16
 0  1
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে পল্লী চিকিৎসক রিয়াজুল করিম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃতি সন্তান ও পল্লী চিকিৎসক মোঃ রিয়াজুল করিম বর্তমানে মারাত্মক লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মরণ সংকটে লড়ছেন। দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগণের সেবায় আত্মনিয়োগকারী এ মানবিক চিকিৎসক আজ নিজেই চিকিৎসার বাইরে থেকে অসহায়ভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি সাংবাদিক শামীম উসমান গণীর সঙ্গে ফোনে কথা বলে জানান, তার দুই পায়ের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. আজিজুল হক কাজল জরুরি ভিত্তিতে গিয়ে তাকে থেরাপি দেন। মাত্র ১০ মিনিটের থেরাপির পর কিছুটা উন্নতি দেখা যায় এবং রিয়াজুল করিম ধীরে ধীরে পা নাড়াতে সক্ষম হন।

ডা. আজিজুল হক কাজল বলেন, “তিনি আমার জাত ভাই। তার এ অসুস্থতায় আমরা অত্যন্ত মর্মাহত। যতদিন প্রয়োজন, আমি বিনা পারিশ্রমিকে তার সেবায় নিয়োজিত থাকব। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও সহানুভূতি কামনা করছি।”

গত ছয়-সাত মাস ধরে রিয়াজুল করিম শারীরিকভাবে ভীষণ অসুস্থ। উন্নত চিকিৎসা করাতে প্রায় ৫-৬ লাখ টাকার প্রয়োজন, যা বর্তমানে তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ফলে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি এলাকায় দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক বছরের কন্যা সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে চলছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার অসুস্থতায় পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

রিয়াজুল করিম আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার বাবা মোঃ আব্দুর রহিম একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও গর্বিত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সবসময় মানুষের পাশে থেকেছি। আজ আমি অসুস্থ হয়ে পড়লেও পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তাই সকলের কাছে বিনীত অনুরোধ—আমার সুস্থতার জন্য দোয়া ও সহায়তা করুন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow