চিৎমরম দুর্গম চংড়াছড়ি আবাসিক বিদ্যালয়ে ১৩৯ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 26, 2025 - 19:31
 0  28
চিৎমরম দুর্গম চংড়াছড়ি আবাসিক বিদ্যালয়ে ১৩৯ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম দুর্গম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৯ জন শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে স্কেবিস (চুলকানি রোগ) এর চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, ডেঙ্গু ও করোনা প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, মেডিকেল অফিসার ডা. মনির, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, ল্যাব টেকনোলজিস্ট অমর শীল এবং স্বাস্থ্য পরিদর্শক সুনীল বাবু।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “স্কুলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এ ধরনের উদ্যোগ তাদের রোগ প্রতিরোধে সচেতন করে তুলছে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow