রোয়াংছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ সভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম. এম. শাহ্ নেয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজউদ্দিন, রোয়াংছড়ি ১নং ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এবং রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, কারবারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্ধশতাধিক কৃষক-কৃষাণী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা নিয়ে বিশদ আলোচনা হয়।
What's Your Reaction?






