মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দীর্ঘ দেড় যুগ পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বিশাল র্যালি বের করা হয়, যা মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফারহানা বিউটি।
দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় নোমানী ময়দান থেকে শুরু হওয়া র্যালিটি শহরের চৌরঙ্গীর মোড় ও কলেজ রোড হয়ে ভায়না মোড়ে পৌঁছায়। র্যালিতে শত শত নারী নেত্রীকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহরের রাস্তায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। র্যালি শেষে ভায়না মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির ভাষণে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, "জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।" তিনি আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নারীনেত্রীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ তার বক্তব্যে বলেন, "দীর্ঘদিন পর এমন একটি বর্ণাঢ্য আয়োজন প্রমাণ করে মাগুরার মাটিতে জাতীয়তাবাদী শক্তি কতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী।"
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে, জাতীয় রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রয়েছে, সেই তাগিদ থেকেই তিনি মহিলা দল গঠন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাসান লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাস সদস্য সচিব ফেরদৌস রেজা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপিকা শাহনাজ ফেরদৌস হ্যাপি, সহ-সাংগঠনিক সম্পাদক পাপিয়া খাতুন, যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়াসমিন মেরীসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
What's Your Reaction?






