দি ঢাকা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের চার কৃতি শিক্ষার্থী পেল সরকারি বৃত্তি

সাভারের আশুলিয়ায় এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে দি ঢাকা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, যার মধ্যে চারজন সরকারিভাবে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে এনেছে।
আশুলিয়ার বেরন, মোল্লা বাজার, তেঁতুল তলা এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই বিশাল সাফল্য এবং চার শিক্ষার্থীর সরকারি বৃত্তি প্রাপ্তির খবরে স্কুলের শিক্ষক, উপদেষ্টা, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এই গৌরবময় অর্জনে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ মুন্নাফ মিয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সকল কৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রকৃত সম্পদ। শিক্ষা এমন একটি অত্যাবশ্যকীয় উপকরণ যা মানসিক ও মেধা শক্তির বিকাশ ঘটায় এবং জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা যোগায়।"
তিনি আরও বলেন, "জীবনের অন্ধকার দূর করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। এই গুরুত্ব উপলব্ধি করেই আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানুষ গড়ার কারখানা প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করে কোনো শিক্ষার্থী পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না। আমাদের লক্ষ্য একজন শিক্ষার্থীকে সর্বদিক থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।"
প্রতিষ্ঠাতা পরিচালক সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, "সকলের জন্য আমি দোয়া করি এবং সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিন।"
এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা দি ঢাকা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আশা ব্যক্ত করেছেন যে ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটি তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
What's Your Reaction?






