মহম্মদপুরে আইডিয়াল একাডেমির হিফজ বিভাগের আবাসিক শাখার উদ্বোধন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত আইডিয়াল একাডেমির তাহফিজুল কুরআন হিফজ বিভাগের আবাসিক শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাফেজ আবু হুরায়রা আল-আহাজারীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবু নাঈম, মাওলানা মোঃ ওলিউল্লাহ, মাওলানা মোঃ রুহুল আমীন এবং মুফতি মাসউদুর রহমান।
বক্তারা বলেন, কুরআন শিক্ষার বিস্তার ও হিফজুল কুরআনের গুরুত্ব আজকের সমাজে অপরিসীম। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান ভবিষ্যতে কুরআনপ্রেমী দক্ষ হাফেজ তৈরি করবে এবং ইসলামী শিক্ষায় অনন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
What's Your Reaction?






