ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ইটভাটা থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায়
What's Your Reaction?
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, এবং পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন, এবং ২ নম্বর বালিপাড়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো: রিয়াজুল ইসলাম।
অভিযানে মেসার্স আল-আমীন ব্রিকস (এবিআই), নেয়ামত ব্রিকস (এনবিআই), এবং কঁচা ব্রিকস ইন্ডাষ্ট্রিজ (কেবিআই)-কে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী বলেন, "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
Oct 24, 2025 0 313
Oct 29, 2025 0 256
Oct 27, 2025 0 197
Nov 6, 2025 0 161
Oct 31, 2025 0 117
Nov 7, 2025 0 1
Nov 6, 2025 0 4
Nov 6, 2025 0 4
Nov 6, 2025 0 3
Nov 6, 2025 0 4
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।