ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, অপসারণ দাবিতে বিক্ষোভ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 18, 2025 - 17:51
 0  33
ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, অপসারণ দাবিতে বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছেন ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য।

শুক্রবার (১৮ জুলাই) সকালে পরিষদ চত্বরে ইউপি সদস্য, ভুক্তভোগী নারী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কয়েকশ নারী-পুরুষ চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারী ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান সোহাগ কোনো সদস্যের সঙ্গে পরামর্শ না করেই বরাদ্দকৃত সরকারি সহায়তা ও প্রকল্পের মালামাল এককভাবে আত্মসাৎ করেন। পরিষদে অনুপস্থিত থাকা এবং পরিষদের কার্যক্রম ইচ্ছেমতো পরিচালনার অভিযোগও তোলেন তারা।

বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার উদ্দিন মোল্লা, ইয়াদ আলী ফকির, চান মিয়া, আতিয়ার মাতুব্বর, সামাদ মাতুব্বর, তাছলিমা বেগমসহ অন্যান্যরা। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত অপসারণের দাবি জানান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগ বলেন, "আমি সম্পূর্ণ নিয়ম মেনেই দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow