বোয়ালমারীতে বিএনপির প্রয়াত সভাপতির স্মরণে দোয়া মাহফিল

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 19, 2025 - 23:19
 0  2
বোয়ালমারীতে বিএনপির প্রয়াত সভাপতির স্মরণে দোয়া মাহফিল

বোয়ালমারীতে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়াসহ প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হাসপাতাল রোডস্থ সামসুদ্দিন মিয়া ঝুনুর বাসভবনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়।

উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।

তিনি বলেন, ‘বিএনপির শুরু থেকে যারা ত্যাগ ও পরিশ্রমে দলকে আজকের অবস্থানে এনেছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। নানা জুলুম-নির্যাতনের পরও তারা জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করেছেন। আমাদেরও সেই আদর্শে অবিচল থাকতে হবে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুর শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, যুবদল আহ্বায়ক মিনাজুর রহমান লিপন, স্বেচ্ছাসেবকদল নেতা জাকির হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা হোসেন সালেহ রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

বক্তারা প্রয়াত নেতাদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা ছিলেন দলের নিরলস কর্মী ও সংগ্রামী নেতা। তাদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজন্মের মনে গেঁথে দিতে হবে।

আলোচনা শেষে প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow