বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৫.৮৮%

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
May 2, 2025 - 18:57
 0  2
বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৫.৮৮%

২০২৪–২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ মে) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর অঞ্চলের ৭টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে মোট ১৫ হাজার ১৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৫.৮৮%।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানান, গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তির ফলে শিক্ষার্থীদের ভোগান্তি ও খরচ কমেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলভাবে পরীক্ষা পরিচালনায় কাজ করেছে। পরীক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “বেরোবিকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার জন্য আমরা পরীক্ষার্থীদের ধন্যবাদ জানাই।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow