রোগের প্রাদুর্ভাব, জনবল ও সরঞ্জাম সংকটে হিমশিম স্বাস্থ্য বিভাগ

বান্দরবানের থানচি উপজেলায় বর্ষা মৌসুমে ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, টাইফয়েড ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। কিন্তু প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে স্বাস্থ্য বিভাগ সেবা দিতে হিমশিম খাচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিভাগ ও এনজিও ব্র্যাক সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ইনডোরে চিকিৎসা নিয়েছেন ম্যালেরিয়ায় ১৬ জন, ডেঙ্গুতে ২ জন, ডায়রিয়ায় ৩০ জন এবং টাইফয়েড ও সাধারণ জ্বরে আক্রান্ত ২৩ জন। এছাড়া স্বাস্থ্যকর্মীরা গ্রামে গিয়ে আরও বহু রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
তবে সংকট আরও প্রকট হয়েছে চিকিৎসা যন্ত্রপাতির অভাবে। থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থাকলেও আলট্রাসোনোগ্রাম, এক্স-রে, বায়োকেমিস্ট্রি এনালাইজারের মতো যন্ত্র নেই। ফলে জটিল রোগীদের বান্দরবান সদর হাসপাতালে রেফার করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে হতদরিদ্র রোগীদের।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, “বর্তমানে মাত্র একজন চিকিৎসক দিয়ে পুরো উপজেলার চিকিৎসাসেবা চালাতে হচ্ছে। জনবল সংকট দীর্ঘদিনের হলেও কোনো সমাধান আসছে না। আমরা বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"
উল্লেখ্য, ৩৫ হাজারের বেশি জনসংখ্যার এই উপজেলায় চারটি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে দুইটি ইউনিয়নের সাথে যোগাযোগ একমাত্র নৌ ও পায়ে হেঁটে সম্ভব। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
What's Your Reaction?






