বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুরের জেলা বিএনপির দোয়া মাহফিল

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Jul 22, 2025 - 23:35
 0  16
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুরের জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, “বেসামরিক স্থাপনায় এমন ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও শোকাবহ। সরকারের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জনসমক্ষে তুলে ধরা।”

তারা আরও বলেন, “শুধু শোক প্রকাশ নয়, বরং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

দোয়া মাহফিল শেষে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর জেলা ওলামাদলের আহ্বায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow