বিএনপি ক্ষমতায় এলে প্রতি ঘরে যাবে 'হেল্প কার্ড'

মাদারীপুরের কালকিনিতে নারী সদস্য সংগ্রহ কর্মসূচিতে বড় ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে একটি করে 'হেল্প কার্ড' দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (২৩ আগস্ট) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত মহিলা দলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নারী নেতৃত্বকে এগিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আনিসুর রহমান খোকন বলেন, "বিএনপি জনগণের দল। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারি, তাহলে প্রতিটি পরিবারকে একটি হেল্প কার্ড দেবো। এর মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা হবে।"
তিনি আরও বলেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সংগঠিত করতে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য। তাই আমরা ঘরে ঘরে গিয়ে মহিলা দলের সদস্য সংগ্রহের এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সংগঠন তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে।"
কালকিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচিতে উপজেলার ১০টি ইউনিয়নের নারী নেত্রীদের হাতে নতুন সদস্য হওয়ার ফরম তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা মামুন শিকদার, কাওসার হোসেন নান্নাসহ বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






