মাগুরা-১ আসনের ভোটকেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরা-১ আসনের (মাগুরা সদর ও শ্রীপুর) বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং আনসার ও ভিডিপি-সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা। পরিদর্শন দলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং মেজর মোঃ সালাহউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ এবং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সকাল ১০টায় বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর ভৌত অবকাঠামো, ভোটারদের যাতায়াত সুবিধা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সিসি ক্যামেরা স্থাপনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। একইসঙ্গে কেন্দ্রভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, মাগুরা জেলায় মোট ৩০১টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে মাগুরা-১ আসনের অন্তর্গত শ্রীপুর উপজেলায় রয়েছে ৫৮টি কেন্দ্র। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ