বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, মুহতামিম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, স্থানীয় ইমাম ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ভোটারদের অধিকার, দায়িত্ব ও সুষ্ঠু ভোট প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিধায় তাঁদের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা আরও বিস্তৃত করা সম্ভব।
এ সময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন—ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রে আচরণবিধি, গোপন ব্যালটের গুরুত্ব ও ভোট প্রদানে আইনগত দিক নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। সভা শেষে উপস্থিত সবাই ভোটার সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ