কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে অংশীজনদের সমন্বয় সভা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jan 14, 2026 - 20:32
 0  5
কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে অংশীজনদের সমন্বয় সভা

আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের ভোটদানে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন ‘কিন্নরী’-তে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় নির্বাচন ও গণভোটের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও ভোটাধিকার প্রয়োগকে নাগরিকের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শাকের আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ আলম, কাজী মোশারফ হোসেন ও কবির হোসেন।

বক্তারা গণতন্ত্রের ভিত মজবুত করতে প্রতিটি ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, "বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকাগুলো থেকে ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য এখন থেকেই ব্যাপক সচেতনতা ও আস্থার পরিবেশ তৈরি করতে হবে।"

সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি, হেডম্যান, কারবারি, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং সর্বজনীন করতে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow