ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে হুমায়ূন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 19, 2025 - 23:47
 0  0
ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে হুমায়ূন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

নন্দিত কথাসাহিত্যিক ও জনপ্রিয় নাট্যকার হুমায়ূন আহমেদের স্মরণে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফারাহ দিবা আহমেদ, আনিসুর রহমান চৌধুরী সাবুল, ডা. সৈয়দ শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, আলিম আল রাজী আজাদ, কাজী এজাজ হাসান, অধ্যাপক লিয়াকত হোসেন, রেজাউল করিম মৃধা, নিশান চৌধুরী, কবি ও সাংবাদিক বিজয় পোদ্দার, শরীফ খান, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক রাজা এবং ম আহমেদ নিজাম।

বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যাঙ্গনে এক নতুন ধারার সূচনা করেছিলেন, যা সকল শ্রেণির পাঠককে মুগ্ধ করেছিল। তার নাটকগুলো দর্শকদের হৃদয় জয় করেছিল। তিনি ছিলেন সাধারণ মানুষের জীবনের কথা বলা এক কিংবদন্তি লেখক।

বক্তারা আরও বলেন, জীবনের ছোট ছোট ঘটনা তার লেখায় দারুণভাবে উঠে এসেছে। তার লেখা পাঠককে বই পাঠে আগ্রহী করত। প্রতিটি লেখায় হাসি-কান্না, সুখ-দুঃখ, মানুষের দৈনন্দিন জীবন তুলে ধরে তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ।

বাংলা সাহিত্যে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বক্তারা নতুন প্রজন্মকে হুমায়ূন আহমেদের লেখা পাঠের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow