ফরিদপুরে মানবতার ছোঁয়া, কৃতি শিক্ষার্থীদের পাশে তরুণদের সংগঠন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 26, 2025 - 14:19
 0  2
ফরিদপুরে মানবতার ছোঁয়া, কৃতি শিক্ষার্থীদের পাশে তরুণদের সংগঠন

সম্মাননা, ভালোবাসা ও সহানুভূতির এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হলো ফরিদপুর। এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুঃস্থ ১২ জন শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান করেছে তরুণদের উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড’। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর সদরের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যের ফেরিওয়ালা খ্যাত মো. আলতাফ হোসেন। তিনি বলেন, “মেধাবী হওয়ার পাশাপাশি আমাদের হতে হবে মানবিক। জীবনে প্রতিষ্ঠিত হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে—এতেই জীবনের প্রকৃত আনন্দ।”

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থী ওয়াহিদা খন্দকার, রাশেদুল মোল্লা ও ইশিতা খাতুন। তারা অনুদান ও উৎসাহজনক সম্মাননায় কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সমাজের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, বাকীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হাসানুর রহমান এবং ড্রেসকোড এক্সেসোরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হাসন।

সভাপতিত্ব করেন সদরপুর গিয়াস উদ্দিন খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকি। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সাহাদাত হোসেন।

শেষে জিপিএ-৫ পাওয়া ১২ শিক্ষার্থীর হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও নগদ অনুদান তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর উপস্থিত সকলের মনে ছিল আশার আলো—ভবিষ্যতের জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow