ফরিদপুরে অনুষ্ঠিত হলো আল মামুন হজ্জ কাফেলার পুনর্মিলনী

হজ পালন শেষে ফিরে আসা হাজীদের হৃদয়ে জমে থাকা স্মৃতি, অভিজ্ঞতা ও আত্মিক প্রশান্তির এক অনন্য সমাবেশ অনুষ্ঠিত হলো ফরিদপুরে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় ফরিদপুর জেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে আল মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
শতাধিক হাজী-হাজ্জা, বিশিষ্ট আলেম, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে হজের আত্মিক গুরুত্ব, ঐক্যবদ্ধ সমাজ গঠনে এর ভূমিকা এবং ব্যক্তিগত পরিশুদ্ধি নিয়ে ভাবনাপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্জ হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ মুফতি আবু বকর সিদ্দিক আদদাঈ, মহাপরিচালক, দারুল উলুম বাংলাদেশ।
মুফতি আব্দুল কাইয়্যুম ও মুফতি মাহমুদ হাসান ফায়েক হজের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভাপতিত্ব করেন আলহাজ্জ হযরত মাওলানা ইউনুস আলী মোল্লা।
অনুষ্ঠানে হাজীরা নিজেদের হজের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগাভাগি করেন এবং আল মামুন হজ্জ কাফেলার সেবার মানের প্রশংসা করেন।
পরিশেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এই পুনর্মিলনী ফরিদপুরে ধর্মপ্রাণ মানুষের মাঝে হজের গুরুত্ব ও প্রভাবকে আরও গভীরভাবে জাগিয়ে তোলে।
What's Your Reaction?






