ফরিদপুরের ভাঙ্গায় শহীদদের স্মরণে গনঅধিকার পরিষদের দোয়া মাহফিল

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 25, 2025 - 22:54
 0  3
ফরিদপুরের ভাঙ্গায় শহীদদের স্মরণে গনঅধিকার পরিষদের দোয়া মাহফিল

ফরিদপুরের ভাঙ্গায় গনঅধিকার পরিষদের উদ্যোগে জুলাই-আগস্ট শহীদ এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ভাঙ্গা মডেল মসজিদ সংলগ্ন গনঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। কিন্তু আজও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি।”

বক্তারা আরও বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শহীদদের আদর্শ বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তবে দেশে এখনো ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম বহাল রয়েছে, যা সাধারণ জনগণকে হতাশ করে তুলেছে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গনঅধিকার পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি তসলিম ইসলাম অভি, ভাঙ্গা উপজেলা যুগ্ম সদস্য সচিব নাসির মোল্লা, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, আজাদ সরদার ও যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমুখ।

সভা শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং সভা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow