পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম এবং সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর শাহানা আক্তার, মহিলা দল নেত্রী রোজি আক্তার, এবং নাজিরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী শিল্পী আক্তার।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য মহিলা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের এই কঠিন সময়ে মহিলা দলের নেতাকর্মীদের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে তার আশু সুস্থতা কামনা করেন। একইসাথে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা মহিলা দলের প্রতিটি কর্মীকে বিএনপির আন্দোলন-সংগ্রামকে সফল করার লক্ষ্যে ঘরে ঘরে সংগঠনকে শক্তিশালী করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?






