মহাসড়ক অবরোধে অচল দক্ষিণবঙ্গ, চরম দুর্ভোগে যাত্রীরা

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 10, 2025 - 18:51
 0  5
মহাসড়ক অবরোধে অচল দক্ষিণবঙ্গ, চরম দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো চলছে মহাসড়ক অবরোধ কর্মসূচি। বিক্ষুব্ধ জনতা বুধবার সকালেও ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

আন্দোলনকারীরা সকাল থেকেই ভাঙ্গা দক্ষিণপাড়, মনসুরাবাদ বাজার, হামিরদী, পুখুরিয়া বাস স্ট্যান্ড এবং ভাঙ্গা গোল চত্বরসহ প্রায় ১০-১২টি গুরুত্বপূর্ণ স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে শান্তিপূর্ণ অবরোধ পালন করছে। "আমার মাটি আমার মা, নগরকান্দা দেবনা" এবং "ভাঙ্গা আমার ঠিকানা, নগরকান্দা যাবোনা" – এ ধরনের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

এই বিক্ষোভের মূল কারণ নির্বাচন কমিশনের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। সম্প্রতি প্রকাশিত এক গেজেটে ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন—আলগী ও হামিরদীকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতেই স্থানীয় জনতা রাস্তায় নেমেছে।

অবরোধকারীরা জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে উক্ত গেজেট বাতিল করে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।

টানা অবরোধের ফলে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ হাজার হাজার যানবাহন আটকা পড়ায় যাত্রীরা, বিশেষ করে নারী, শিশু ও রোগীরা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন আন্দোলনকারীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow