লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংকট নিরসনের লক্ষ্যে ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
সভার শুরুতে কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের রোগী সেবার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে रुग्ण পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সংকট এবং বিদ্যুৎ বিভ্রাট প্রধান অন্তরায় হিসেবে আলোচিত হয়।
বিদ্যুৎ সমস্যার সমাধানে ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালে একটি সোলার প্যানেল স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই ব্যয় নির্বাহে সরকারি বরাদ্দের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন কমিটির সভাপতি ও ইউএনও মোঃ মঈন উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, "আমি লামা পৌরসভাসহ সমগ্র উপজেলায় স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও পরিবেশসহ সকল খাতের উন্নয়নে উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। আমি লামাকে একটি পরিকল্পিত উন্নয়নের মডেল হিসেবে রেখে যেতে চাই।"
সভায় রোগী কল্যাণ সমিতির সদস্য ও লামা প্রেসক্লাব সেক্রেটারী জানান, একজন সমাজসেবী হাসপাতালের জন্য একটি জেনারেটর কিনে দিতে বা এর জন্য নগদ অর্থ সহায়তা করতে সম্মত হয়েছেন। তাঁর এই মহতী উদ্যোগে সভায় উপস্থিত সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এছাড়াও, স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়ক এবং পৌরসভা কেন্দ্রীয় বাস স্টেশনের পাশে একটি মার্কেট নির্মাণের প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়। এই মার্কেট নির্মাণ ও পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
What's Your Reaction?
মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ