বাকলাই ক্যাম্পে সেনাবাহিনী ও কারবারীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাকলাই পাড়া সাব জোনের অন্তর্গত বিভিন্ন পাড়ার কারবারী ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাকলাই পাড়া সেনা ক্যাম্পের সদস্যরা।
গতকাল শনিবার, ০৭ জুন দুপুরে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে বাকলাই পাড়া ক্যাম্প প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাকলাই পাড়া ক্যাম্প কমান্ডার ছাড়াও রুমা উপজেলার বাকলাই পাড়া ও দুলাচরণ পাড়া এবং থানচি উপজেলার প্রাতা পাড়া, সেরকর পাড়া, সিমত্লাংপি পাড়া ও থানদুই পাড়ার কারবারীসহ বিভিন্ন সম্প্রদায়ের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা এবং সাংবাদিক জাহিদুল ইসলাম ইমন।
এ সময় বাকলাই পাড়া ক্যাম্পের অধিনায়ক বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আজহা সকল ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষের জন্য শুভেচ্ছার বার্তা বয়ে আনুক। পাহাড়ে বসবাসরত প্রত্যেক সম্প্রদায়ের নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, বাকলাই পাড়া সাব জোনের অন্তর্গত সব পাড়ার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই বাংলাদেশ সেনাবাহিনীর পবিত্র দায়িত্ব।
What's Your Reaction?






