পার্বত্য পরিবেশ রক্ষা ও জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 4, 2025 - 17:04
 0  11
পার্বত্য পরিবেশ রক্ষা ও জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

"পার্বত্য চট্টগ্রামের বন ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এখানে বসবাসরত সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ একযোগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।" বান্দরবানের থানচিতে কৃষক ও নারীদের মাঝে সরকারি সহায়তা বিতরণকালে এই কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

সোমবার (৪ আগস্ট) সকালে থানচি কলেজ মাঠে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের আয়োজনে এক বিশাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

অধ্যাপক থানজামা লুসাই বলেন, "পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই সহায়তা তারই একটি অংশ।"

অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের প্রত্যেককে আম, কফি, কাজুবাদাম, মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ৩৫৩টি ফলদ ও বনজ চারা এবং সার ও কীটনাশক প্রদান করা হয়। পাশাপাশি, এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ১৫টি পরিবারকে গরু, ২১টি পরিবারকে ছাগল এবং ৩০টি পরিবারকে শুকরের ছানা দেওয়া হয়।

এলাকার নারীদের স্বাবলম্বী করতে ৯ জন নারীকে সেলাই মেশিন ও এক পরিবারকে একটি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন দেওয়া হয়েছে। এছাড়া, ২১ জন নতুন মাকে মাতৃত্বকালীন ভাতা হিসেবে ৪ হাজার টাকা করে নগদ অর্থ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো: আবুল মনসুর, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো ও অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেব নাথ এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজপতিরা।

বিতরণ অনুষ্ঠান শেষে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই থানচি বাজারের বাজার শেড, উপজেলা পরিষদ ভবন, থানা ও বিজিবি চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়নে থানচি বাজার ঘাটে একটি সিঁড়ি নির্মাণ, সেগুম ঝিড়িতে একটি পরিত্যক্ত ঝুলন্ত সেতু সংস্কার এবং নতুন বাজার শেড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow