নেতাকর্মী যেখানে নিরাপদ নয়, সেখানে জনগণ কীভাবে নিরাপদ থাকবে — মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 8, 2025 - 12:42
 0  2
নেতাকর্মী যেখানে নিরাপদ নয়, সেখানে জনগণ কীভাবে নিরাপদ থাকবে — মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, “যাদের হাতে নিজেদের দলের নেতাকর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কখনোই নিরাপদ থাকতে পারে না।”

সোমবার (৭ জুলাই) বিকাল ৫টায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এবং সঞ্চালনা করেন মাওলানা শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “ইসলামকে যারা ভয় করে, তারা দুর্নীতিকেও ভয় পায় জাহান্নামের আগুনের মতো। তারা দুর্নীতি করতে পারে না। যারা দুর্নীতি করে না, তারাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর সেই দায়িত্ব নিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।”

তিনি আরও বলেন, “জামায়াত ইতোমধ্যে ৩শ আসনের মধ্যে ২৯৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু আপনারা দেখবেন না কোথাও প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত কিংবা আহত হয়েছে। অথচ অন্য দলের ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলেই চেয়ার ভাঙচুর, মাথা ফাটা, অফিস ভাঙচুর হরহামেশাই ঘটে।”

দাড়িপাল্লায় ভোট চেয়ে তিনি বলেন, “দেশের পরিবর্তন চাইলে ইসলামি শাসনের বিকল্প নেই। আমার বাবা সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ বলতে পারেনি যে তিনি একটি টাকার দুর্নীতি করেছেন। আমিও নির্বাচিত হলে বাবার আদর্শে আপনাদের খেদমত করব।”

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, “ভোটের দিন আপনারা শপথ নিয়ে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে দাড়িপাল্লায় ভোট দিন। ভালো নেতা নির্বাচিত করলে ভালো থাকবেন, আর মন্দ নেতা বেছে নিলে মন্দ ফলভোগ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারি মো. সাকিবুল হাসান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow