নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহেও হামলা, আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক লাশবাহী অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চাহিদামতো টাকা-পয়সা ও মালামাল না পেয়ে মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে নারীসহ অন্তত ৯ জন আহত হন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায়।
ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করলে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনার পথে ডাকাত দলের মুখোমুখি হন স্বজনেরা।
তিলপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে গাড়ির পথরোধ করে সশস্ত্র ডাকাত দল। এরপর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে। এ সময় স্বজনদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও নগদ অর্ধলক্ষাধিক টাকা লুটে নেয় তারা। ডাকাতদের দাবি অনুযায়ী অর্থ না পেয়ে তারা মরদেহের ওপরও আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, “ঘটনাস্থলটি ঝুঁকিপূর্ণ। যারা রাতে ওই সড়ক দিয়ে চলাচল করে, তাদের আগেই পুলিশ প্রটোকল নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এই অ্যাম্বুলেন্সের বিষয়টি আমাদের জানা ছিল না। ফলে তারা ডাকাতির শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে ডাকাতরা পাশের হাওর দিয়ে পালিয়ে যায়।”
তিনি আরও জানান, ডাকাতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
What's Your Reaction?






