নাজিরপুরে বিএনপি নেতাকে অব্যাহতি
পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) রাতে উপজেলার বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয় দৈনিক আমার পিরোজপুর পত্রিকায় অদ্য ১৩ তারিখ ২০২৫ তারিখে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শেখমাঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম মিনাকে তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ, বিএনপির নেতা মাসুম মিনাকে নিয়ে দৈনিক আমার পিরোজপুর সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পরে জোর করে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, অমানবিক নির্যাতন, জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও খাসজমি দখলের অভিযোগ এনে সংবাদ প্রকাশ করলে নাজিরপুর উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেন।
What's Your Reaction?
নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি