নওগাঁয় ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নওগাঁয় রিকশা সরে যেতে বলায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপনের বিরুদ্ধে।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (১৬ জুলাই)। পরে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার শিকার সদর ট্রাফিক বিভাগের কনস্টেবল আমিনুল ইসলাম ওই রাতেই থানায় মামুনুর রহমান রিপনসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, মুক্তির মোড়ে দায়িত্ব পালনকালে ছাত্রদলের মিছিল এসে পড়লে এক অটোরিকশা থেকে নেমে যান মামুনুর রহমান রিপন। তখন যানজট এড়াতে কনস্টেবল আমিনুল রিকশাচালককে সরে যেতে বললে রিপন ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং চড়-থাপ্পড় মারেন। তার সঙ্গে থাকা যুবকরাও পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন।
এ সময় ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে নওগাঁ ছাড়ার হুমকি দেন রিপন। কনস্টেবল আমিনুল ইসলাম বলেন, “ঘটনার ভিডিও মামলার সঙ্গে সংযুক্ত করেছি।”
এ বিষয়ে জানতে রিপনের ফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। ওসি নূরে আলম জানান, ঘটনার পর থেকেই মামুনুর রহমান রিপন পলাতক। সেনাবাহিনীর সহযোগিতায় তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, “মামুনুর রহমান রিপন আমাদের যুগ্ম আহ্বায়ক। তার এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।”
What's Your Reaction?






