ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির পর আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ধারালো অস্ত্র।
ধামরাই থানা পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের অপর ছয় সহযোগীসহ অজ্ঞাত আরও ৮-১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিলন (৩৪), মো. ইমন হোসেন (২৫), মো. মেহেদী হাসান (২৭), মো. চঞ্চল মিয়া (২৬), মো. জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার (২২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
What's Your Reaction?






