ধামরাইয়ে কিশোর উজ্জ্বলের উপর হাতুড়ি দ্বারা প্রাণঘাতী হামলা

ঢাকা জেলার ধামরাইয়ে উজ্জ্বল (১৮) নামে এক কিশোরের উপর লোহার হাতুড়ি দিয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত উজ্জ্বল ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট) বিকেলে সূয়াপুর শ্মশানঘাট ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এসময় একই গ্রামের তিন যুবক—মো. সাগর (২০), পিতা: সোহরাব; টিটু (২০), পিতা: হইরা; ও ময়নাল (২১), পিতা: আয়নাল—অতর্কিতভাবে লোহার হাতুড়ি দিয়ে উজ্জ্বলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই রক্তক্ষরণ শুরু হয়।
এসময় হামলাকারীরা উজ্জ্বলের কাছ থেকে এক আনা সোনার চেইন ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, “আমাদের সঙ্গে হামলাকারীদের পূর্ব শত্রুতা ছিলো। তাই বলে কি আমার ছেলের উপর এভাবে প্রাণঘাতী হামলা করবে? আল্লাহ জানেন আমার ছেলে বাঁচবে কিনা। আমি এর সঠিক বিচার চাই।”
ভুক্তভোগীর বাবা জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে উজ্জ্বলের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
What's Your Reaction?






