ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় ফরিদপুরে রথযাত্রা উদযাপন

উৎসবমুখর পরিবেশে ধর্মীয় শ্রদ্ধা ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে রথের শোভাযাত্রা বের হয়। ভক্তবৃন্দের ঢল নামে রথযাত্রা ঘিরে আয়োজিত অনুষ্ঠানগুলোতে।
জানা গেছে, ফরিদপুর শহরের অন্তত চারটি মন্দির থেকে রথযাত্রা বের করা হয়। সকাল ৭টায় রথখোলা চৌধুরীপাড়া মন্দির থেকে একটি রথ টানার মাধ্যমে উৎসবের সূচনা হয়। রথটি শহর প্রদক্ষিণ করে পৌঁছায় শ্রীধাম শ্রী অঙ্গনে। সেখানে প্রসাদ বিতরণ শেষে রথটি আবার সূচনাস্থানে ফিরে যায়।
এরপর সকাল ৮টা ৩০ মিনিটে শ্রী অঙ্গন মন্দির থেকে আরেকটি রথ বের হয়ে ব্রাহ্মণকান্দা মন্দির প্রদক্ষিণ করে ফেরে শ্রী অঙ্গনে। সকাল ১০টায় গৌড় গোপাল আঙ্গিনার মন্দির থেকে রথ যাত্রা শুরু হয়ে একইভাবে শ্রী অঙ্গন ও ইসকন মন্দির হয়ে আবার গৌড় গোপাল আঙ্গিনায় ফিরে আসে।
রথযাত্রার সবচেয়ে বড় আয়োজনটি করেছে ইসকন ফরিদপুর। বিকেল ৪টায় শোভারামপুর ইসকন মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। রথটি শহর প্রদক্ষিণ শেষে গৌড় গোপাল আঙ্গিনায় গিয়ে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে ইসকন ফরিদপুর নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ভক্তিগীতি, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ। এদিকে শ্রীধাম শ্রী অঙ্গনে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় পদাবলী কীর্তন। কীর্তন পরিবেশন করেন কীর্তনিয়া সবুজ রায়। অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন।
ভক্তবৃন্দ জানিয়েছেন, আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। সেদিনও একই রকম ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রা আয়োজন করা হবে।
What's Your Reaction?






