দায়িত্বে সাফল্যের স্বীকৃতি—অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির

দেশের কারা প্রশাসনে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মো. জাহাঙ্গীর কবির পদোন্নতি পেয়ে এখন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স)। তিনি এতদিন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে সোমবার (৭ জুলাই) এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক আদেশ।
২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। পরবর্তীতে ২০১৩ সালে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কারা সদর দপ্তরে এআইজি (উন্নয়ন) হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে তিনি ডিআইজি প্রিজন্স পদে উন্নীত হন। পরে বরিশাল, ময়মনসিংহ এবং সর্বশেষ ঢাকা বিভাগে এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে ঢাকা বিভাগের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মো. জাহাঙ্গীর কবির। পিতা হাজী মো. আবু জাফর এবং মাতা মৃত লায়লা বেগম। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। স্ত্রী নাজনীন নাহার এবং দুই পুত্র রাদ শারার ও রাদ শাহামাতকে নিয়ে তাঁর পারিবারিক জীবন।
তিনি বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (প্রথম শ্রেণি) সম্পন্ন করেন।
পেশাগত সততা, মানবিক নেতৃত্ব ও পরিশ্রমের মাধ্যমে দেশের কারা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন মো. জাহাঙ্গীর কবির। তাঁর এই পদোন্নতি একইসঙ্গে একটি প্রাপ্য স্বীকৃতি ও ভবিষ্যতের আরও বড় দায়িত্বের বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






