চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে কল্লা শহীদের ৭ দিনের ওরশ

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Aug 4, 2025 - 17:34
 0  1
চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে কল্লা শহীদের ৭ দিনের ওরশ

উৎসবের আমেজ আর লাখো ভক্তের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর। এখানকার আধ্যাত্মিক সাধক হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.) এর ৭ দিনব্যাপী বার্ষিক পবিত্র ওরশ মোবারক শুরু হতে যাচ্ছে আগামী ১০ আগস্ট, যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে সোমবার (৪ আগস্ট) সকালে খরমপুর মাজার শরিফের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, ওরশ উপলক্ষে আগত লাখো মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এবার চার স্তরের এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি জিএম রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মিন্টু খাদেম ওরশের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন।

জিএম রাশেদুল ইসলাম জানান, "লাখো ভক্ত-অনুরাগীর সমাগম নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। পুরো এলাকা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর কঠোর নজরদারিতে থাকবে।"

তিনি আরও জানান, মাজার চত্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া, যেকোনো ধরনের অপরাধ, ছিনতাই, বা বিশৃঙ্খলা ঠেকাতে ওরশ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক সক্রিয় থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দলও প্রস্তুত রাখা হয়েছে।

ওরশের অন্যতম আকর্ষণ হিসেবে, আগামী ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, তাকদীর খান খাদেম, কামরুল হাসান খাদেম, শাকির উদ্দিন খাদেম, ইলমান উদ্দিন খাদেম ও কাজী রুপম খাদেমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow